Site icon Jamuna Television

ব্যালট ভর্তি বাক্স পাওয়ায় কটিয়াদীর সব কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

৩য় ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জের কটিয়াদীতে ভয়ভীতি দেখিয়ে রাতে ব্যালট পেপারে সিল মেরে বাক্স ভরে রাখার অভিযোগে উপজলার সবগুলো কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।

প্রথমে পাঁচটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। কেন্দ্রগুলো হচ্ছে- চান্দপুর বড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চান্দপুর হাজীবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়, চাতল বাগহাটা উচ্চ বিদ্যালয়, চাতল বাগহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভূনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।

পরে উপজেলার মোট ৮৯টি ভোটকেন্দ্রেও ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করে জেলা নির্বাচন অফিসার।

রোববার সকালে কিশোরগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. তাজুল ইসলাম জানান, রাতেই কতিপয় দুস্কৃতিকারী ভয়ভীতি দেখিয়ে ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরে রাখার অভিযোগে প্রথমে পাঁচটি কেন্দ্র ভোটগ্রহণ বন্ধ পরে উপজেলার সবগুলো ভোট স্থগিত করা হয়েছে।

এদিকে এঘটনায় প্রত্যাহার করা হয়েছে ওসি ও অতিরিক্ত পুলিশ সুপারকে।

Exit mobile version