Site icon Jamuna Television

আড়াই ঘণ্টায় ২৭ ভোট!

চাঁদপুরে হাজীগঞ্জ উপজেলার একটি কেন্দ্রের ১০ বুথে আড়াই ঘণ্টায় মাত্র ২৭টি ভোট পড়েছে। রোববার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। সকাল সাড়ে ১০টা পর্যন্ত মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ২৭টি ভোট পড়ে। এ কেন্দ্র মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৭৫৪ জন।

প্রিসাইডিং কর্মকর্তা মো. শাহাজান ও মো শাহ পরান বলেন, মানুষের কাজ নেই তবুও ভোট দিতে আসছেন না কেন বুঝতে পারছি না। সকাল সাড়ে ১০টা পর্যন্ত কোনো কারচুপির সযোগ নেই। আমরা চেষ্টা করছি সুষ্ঠু একটা নির্বাচন হোক।

ভোটার গাজী ওয়ালী উল্লাহ বলেন, আমাদের অনেক ভোটার জানেন না আজ এখানে ভোট হচ্ছে। এ কারণে এখানে ভোটার উপস্থিতি এমন।

এ উপজেলায় শুধু মাত্র মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে। এখানে চেয়ারম্যান পদে বিনা প্রতিন্দ্বিতায় গাজী মো. মাঈনুদ্দিন ও ভাইস চেয়ারম্যান পদে গোলাম ফারুক মুরাদ নির্বাচিত হয়েছেন। এখানে পাঁচজন প্রার্থীর মধ্যে দুজন প্রার্থী সরে দাঁড়িয়েছেন। তার মধ্যে তিন প্রার্থী ভোটের মাঠে রয়েছেন।

Exit mobile version