Site icon Jamuna Television

গাজীপুরের তিন কেন্দ্রে এক ঘণ্টায় ১০০ ভোট

তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে গাজীপুরে চার উপজেলায় ভোটগ্রহণ চলছে। রোববার সকাল ৮টা থেকে ভোট শুরু হলেও কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল একেবারেই কম। ভোটারদের উপস্থিতি এতটাই কম যে শ্রীপুর উপজেলার তিনটি কেন্দ্রে এক ঘণ্টায় মাত্র ১০০ ভোট পড়েছে।

সকাল সাড়ে ৮টায় মারতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, ওই কেন্দ্রে মোট ভোটার দুই হাজার ৫৬০ জন। এ কেন্দ্রে আধাঘণ্টায় ভোট পড়েছে দুটি।

নানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এক হাজার ৫৯৩ ভোটারের মধ্যে পৌনে এক ঘণ্টায় ভোট পড়েছে ৭৩টি।

ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার নূরুল ইসলাম জানান, পৌনে এক ঘণ্টায় মাত্র একজন নারী ভোট দিয়েছেন।

এ ছাড়া প্রহলাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টায় গিয়ে দেখা গেছে, এক ঘণ্টায় এ কেন্দ্রে ভোট পড়েছে ২৫টি। এই কেন্দ্রে মোট ভোটার এক হাজার ৯৯৮টি।

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আ. মান্নান জানান, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়তে পারে।

Exit mobile version