Site icon Jamuna Television

সহপাঠিকে বাস থেকে ফেলে হত্যায় শিক্ষার্থীদের বিক্ষোভ-সড়ক অবরোধ

সহপাঠিকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ এবং এর প্রতিবাদ জানিয়ে মৌনমিছিল ও সড়ক অবরোধ করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সকালে তারা টিলাগড় ক্যাম্পাস থেকে মৌনমিছিল নিয়ে বের হয়। শিক্ষার্থীরা নগরীর বিভিন্ন সড়ক ঘুরে রওনা দেয় শহীদ মিনারে যায়। পথে চৌহাট্টা এলাকায় সড়ক অবরোধ করে তারা। এখানেই ওয়াসিমকে বাস থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। আটক বাস চালকের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপদ সড়ক নিশ্চিতের দাবিও জানায় তারা। আন্দোলনের এক পর্যায়ে তাদের সাথে সংহতি প্রকাশ করেন সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের সিনিয়র নেতা আবুল মাল আবদুল মুহিত।

Exit mobile version