Site icon Jamuna Television

শাহজালালে এবার গুলিসহ দারুসসালাম থানার আওয়ামী লীগ নেতা আটক

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার গুলিসহ রাজধানীর দারুসসালাম থানা আওয়ামী লীগের সভাপতিকে আটক করা হয়েছে। তিনি অভ্যন্তরীণ রুটের যাত্রী ছিলেন। রিজেন্ট এয়ারে কক্সবাজার যাচ্ছিলেন।

এসময় লাগেজ স্ক্যানিংয়ের সময় তার ব্যাগ থেকে পিস্তলসহ ৪৪ রাউন্ড পাওয়া যায়। আওয়ামী লীগ নেতা এবিএম মাজহারুল আনাম পিস্তলের লাইসেন্স দেখাতে পারলেও গোলাবারুদের ব্যাপারে কাগজপত্র দেখাতে পারেন নি।

পরে এই ঢাকা উত্তর সিটি করপোরেশনের এই আওয়ামী লীগ নেতাকে জিজ্ঞাসাবাদ করা হয়। বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।

Exit mobile version