Site icon Jamuna Television

মানিকগঞ্জে দুই বিদ্রোহী প্রার্থীর ভোট বর্জন

স্টাফ রিপোর্টার,মানিকগঞ্জ থেকে:

বিভিন্ন অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। তারা হলেন, দৌলতপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের (আনারস প্রতীক) ও উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ আমিনুল রহমান (ঘোড়া প্রতীক)।

ভোট বর্জনের বিষয়টি ওই দুই প্রার্থী দৌলতপুর উপজেলা সহকারী রিটার্নিং অফিসার বরাবরে লিখিতভাবে জানিয়েছেন।

ওই দুই প্রার্থী উল্লেখ করেন নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপি এবং তাদের কর্মীদের মারধর করে কেন্দ্র থেকে বের করা দেয়া হয়েছে। সে কারণেই ভোট বর্জন করছেন তারা।

তবে নৌকার প্রার্থী নুরুল ইসলাম রাজা এই অভিযোগ অস্বীকার করে বলেন, খুবই শান্তিপুর্ণ পরিবেশে দৌলতপুর উপজেলায় ভোট হচ্ছে। তারা দুইজন নিশ্চিত পরাজয় জেনেই মিথ্যা অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

Exit mobile version