Site icon Jamuna Television

ইডেন গার্ডেনসে ঘণ্টা বাজালেন সাকিব

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১২তম আসরের দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইটরাইডার্সের মুখোমুখি সাকিব আল হাসানদের সানরাইজার্স হায়দরাবাদ। টস হেরে ব্যাট করছে হায়দরাবাদ।

বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসান ইডেন গার্ডেনসে বল মাঠে গড়ানোর আগে ঐতিহাসিক ‘ফাইভ মিনিট বেল’ বাজান। কলকাতার ইডেন গার্ডেনে এ ঐতিহ্য ধরে রেখে ঘণ্টা বাজিয়েছেন সাকিব।

আইপিএলের গত কয়েক মৌসুম কলকাতার হয়ে খেলেছেন সাকিব আল হাসান। সেই সাকিবকে দিয়েই বাজানো হয়েছে ঘণ্টা।

ইডেন গার্ডেন্সে খেলা শুরুর আগে ঘণ্টা বাজানো ঐতিহ্যের অংশ। রোববার কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের খেলার আগেও সেই ধারা বজায় রাখা হয়।

প্রসঙ্গত, ২০১৬ সালে কলকাতার ইডেন গার্ডেনের ঐতিহ্য ধরে রাখতে ঘণ্টা বাজিয়ে টেস্ট শুরুর উদ্যোগ নেয় ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের প্রধান সৌরভ গাঙ্গুলী। এরপর ইডেন গার্ডেনসে ম্যাচ শুরুর আগে রীতি অনুসারে ঘণ্টা বাজানো হয়।

Exit mobile version