Site icon Jamuna Television

একমাসের জন্য স্থগিত নন এমপিও শিক্ষকদের কর্মসূচী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতের আশ্বাসে অবস্থান কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছেন নন এমপিও শিক্ষকরা। বিকালে এক বৈঠক শেষে এই ঘোষণা দেন তারা।

তারা জানান, অবস্থান কর্মসূচি আগামী একমাসের জন্য স্থগিত করা হয়েছে।

এর আগে দুপুরে আন্দোলনরত শিক্ষকদের সাথে দেখা করতে যান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এসময়, আগামী এক থেকে দেড় মাসের মধ্যে যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্তির আওতায় আনার জন্য যাচাই-বাছাই শুরু হবে বলে জানান।

এর আগে, এমপিওভুক্তির দাবিতে গত ৫ দিন ধরে প্রেসক্লাবের সামনে অবস্থান করে যাচ্ছে নন এমপিও স্কুলের শিক্ষকরা।

Exit mobile version