Site icon Jamuna Television

সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস ২০১৯ উপলক্ষে রাজধানীর তেজগাও এর জাতীয় প্যারেড গ্রাউন্ডে শুরু হয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনীর সম্মিলিত সমরাস্ত্র প্রদর্শনী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন এই প্রদর্শনীর।

আজ রোববার বিকালে প্রধানমন্ত্রী প্যারেড স্কয়ারে পৌঁছালে তাকে স্বাগত জানান সেনা, নৌ এবং বিমানবাহিনী প্রধানরা।

প্রদর্শনীর শুরুতেই বিমানবাহিনীর ৬টি যুদ্ধ বিমান প্রদর্শন করে “ডেলটা ফরমেশনের” ফ্লাইপাস্ট। প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর বীরত্বগাঁথা এবং গত দশ বছরে সশস্ত্র বাহিনীর অবদান সংশ্লিষ্ট বিষয়ের উপর নির্মিত চারটি পৃথক স্টল পরিদর্শন করা হয়।

পরে প্রধানমন্ত্রী সেনা, নৌ এবং বিমানবাহিনীর বিভিন্ন স্টল এবং প্যাভিলিয়ন ঘুরে দেখেন। পরিদর্শন করেন বিভিন্ন সমরাস্ত্র। সাত দিন ব্যাপী এই প্রদর্শনী চলবে ৩১ শে মার্চ পর্যন্ত।

Exit mobile version