Site icon Jamuna Television

স্বাধীনতা পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় পর্যায়ে অনন্য ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্বাধীনতা পুরস্কার-২০১৯ প্রদান অনুষ্ঠানে শেখ হাসিনা ১২ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান স্বাধীনতা পুরস্কার পদক তুলে দেন।

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে: বুদ্ধিজীবী মোফাজ্জল হায়দার চৌধুরী, মরণোত্তর, শহীদ এটি এম জাফর আলম, মরণোত্তর, আ ক ম মোজাম্মেল হক, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ডাক্তার কাজী মিসবাহুন নাহার, আব্দুল খালেক, মরণোত্তর, অধ্যাপক মোহাম্মদ খালেদ, মরণোত্তর। চিকিৎসায় ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার নূরুন্নাহার ফাতেমা বেগম, সমাজসেবায় ড. কাজী খলীকুজ্জমান আহমদ, সংস্কৃতিতে মুর্তজা বশীর, সাহিত্যে হাসান আজিজুল হক, গবেষণা ও প্রশিক্ষণে অধ্যাপক হাসিনা খান এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট।

স্বাধীনতা পদকের ক্ষেত্রে পুরস্কারপ্রাপ্তদের ১৮ ক্যারেট মানের ৫০ গ্রাম স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা, তিন লাখ টাকা ও একটি সম্মাননাপত্র দেয়া হয়।

Exit mobile version