Site icon Jamuna Television

নির্মাণাধীন ভবন থেকে ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

মাদারীপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি লিমন মজুমদারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে জেলা শহরের আমিরাবাদ এলাকার নির্মাণাধীন একটি ভবনের দোতলা থেকে লিমনের মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত লিমন মজুমদার মাদারীপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি। লিমন শহরের সবুজবাগ এলাকার বাবুল মজুমদারের ছেলে।

স্থানীয়রা জানায়, মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকায় লিয়াকত আলী লস্করের নির্মাণাধীন একটি বাড়ির দোতলায় লিমন মজুমদার প্রতিদিনের মত রোববার রাতেও ঘুমিয়ে পড়েন।

সোমবার সকালে এলাকাবাসী বিল্ডিংয়ের রিংটোনের সঙ্গে লিমনের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

নিহত লিমনের পরিবারের দাবি, লিমনকে কেউ হত্যা করে ঝুলিয়ে রেখেছে।

মাদারীপুর সদর থানার ওসি (তদন্ত) সিরাজুল হক সরদার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

Exit mobile version