Site icon Jamuna Television

তুরাগ নদের তীর মুক্ত করতে বিআইডব্লিউটিএ’র উচ্ছেদ অভিযান

দখলদারদের হাত থেকে নদী তীর মুক্ত করতে আজও উচ্ছেদ অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ।

সকাল থেকে রাজধানীর সাভারে তুরাগ নদের অংশে অভিযান শুরু হয়। এসময় গুড়িয়ে দেয়া হয় অবৈধ স্থাপনা। বাধ, সীমানা পিলার সবকিছু ছাড়িয়ে নদীর ভেতরে দখল করা হয়েছে। এমনকি ভুয়া দলিলও তৈরি করেছে স্থানীয়রা। তারা সরকারি জমি ব্যক্তিগত সম্পদ হিসাবে দাবি করছে। অবৈধভাবে নদী দখল করে গড়ে ওঠা হাউজিং কোম্পানির বিরুদ্ধেও অভিযান চালাচ্ছে কর্তৃপক্ষ। নদী দখল মুক্ত করতে ক্রাশ প্রোগ্রামের অংশ হিসেবে এই অভিযান চলছে।

Exit mobile version