Site icon Jamuna Television

ইসরায়েলি স্থাপনায় রকেট হামলা

ইসরায়েলের তেলআবিবে রকেট হামলায় ছয়জন আহত হয়েছেন। এ হামলায় কয়েকটি বসতবাড়িসহ অন্যান্য স্থাপনার ব্যাপক ক্ষতি হয়েছে।

সোমবার সকালে উত্তর তেলআবিবে চালানো এ হামলার দায় কেউ স্বীকার করেনি।

মাগেন ডেভিড আডম অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, এ হামলায় ছয়জন আহত হয়েছেন। এদিকে টিভির খবরে হামলার ছবি প্রকাশ করা হয়। এতে একটি বিল্ডিংয়ের ধ্বংসাবশেষ দেখানো হয়। পুলিশ এ হামলার ঘটনা শিকার করে।

সরাইলের হারেৎজ অনলাইন জানায়, রকেট হামলায় সাতজন আহত হয়েছেন।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অ্যামানুয়েল নাহশন বলেন, গাজা থেকে রকেট হামলা চালানো হয়েছে।

সোমবারের হামলার ঘটনায় নেতানিয়াহুর তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Exit mobile version