Site icon Jamuna Television

‘স্বাধীনতার অর্জনকে ধরে রাখতে সম্প্রিতির মুল্যবোধকে ছড়িয়ে দিতে হবে’

স্বাধীনতার অর্জনকে ধরে রাখতে সম্প্রিতির মুল্যবোধকে ছড়িয়ে দিতে হবে বলে মন্তব্য করেন গণফোরামের সভাপতি ড.কামাল হোসেন।

সকালে জাতীয় প্রেসক্লাবে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে সন্ত্রাসী হামলায় আহত ও নিহতদের প্রতি শোক ও সংহতি জানাতে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সব ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করবে এটাই প্রত্যাশা করেন। তিনি আরও বলেন, মানুষের মধ্যে বৈষম্য করা গ্রহণ যোগ্য নয়। সকল ধর্মের সহঅবস্থান নিয়ে গর্ববোধ করেন বলে জানিয়েছেন। সাম্প্রদায়িকতার ঊর্ধে উঠে বৈষম্যহীন সমাজ গড়ারও আহ্বান জানান তিনি।

Exit mobile version