Site icon Jamuna Television

রাখাইনে রোহিঙ্গা নিধনে দায়ীদের বিচার চায় যুক্তরাষ্ট্র

রাখাইনে রোহিঙ্গা নিধনের জন্য দায়ীদের বিচার চায় যুক্তরাষ্ট্র। আজ দুপুরে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারিত্ব বৈঠকে এমন মন্তব্য করেছেন মার্কিন আন্ডার সেক্রেটারি থমাস শ্যানন। তিনি বলেন, আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র রোহিঙ্গা ইস্যুর শান্তিপূর্ণ সমাধান চায়।

এসময় তিনি জানান, বঙ্গবন্ধুর পলাতক খুনি রাশেদ চৌধুরীকে ফেরত চেয়েছে বাংলাদেশ।

সংলাপ শেষে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক বলেন, ‘রোহিঙ্গা সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে জোরালো সমর্থক। অংশীদারত্ব সংলাপে রোহিঙ্গা সমস্যা নিয়ে আমাদের মধ্যে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।’

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ষষ্ঠ অংশীদারত্ব সংলাপ আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় অনুষ্ঠিত হয়। সংলাপ শেষে শহীদুল হক ও থমাস শ্যানন যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন।

Exit mobile version