Site icon Jamuna Television

৭১’র গণহত্যা স্মরণে রাত ৯টা ১ মিনিটে পালিত হবে ব্লাক আউট

২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম হত্যাযজ্ঞের কথা স্মরণ করে কিছুক্ষণ পরই ৯টা ১ মিনিটে সারাদেশে ব্লাক আউট কর্মসূচী পালিত হবে।

এসময় কেন্দ্রীয়ভাবে বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ একইসাথে ব্যক্তিপর্যায়েও সবাইকে তাদের বাতি নিভিয়ে সেই রাতে মহান মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণ করার অনুরোধ করেন তিনি।

এর আগে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ঢাকায় পাকিস্তান হানাদার বাহিনী কর্তৃক বর্বরোচিত হামলার সেই বিয়োগান্তক ঘটনার স্মরণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

Exit mobile version