Site icon Jamuna Television

ভোটাধিকার প্রতিষ্ঠার দাবি: ১২ দিন হাঁটলেন হানিফ বাংলাদেশি

ভোটাধিকার প্রতিষ্ঠায় নির্বাচনকালীন দলনিরপেক্ষ সরকার এবং নির্বিঘ্ন ভোটের পরিবেশ সৃষ্টির দাবিতে ‘টেকনাফ থেকে তেঁতুলিয়া’ একক পদযাত্রা অব্যাহত রেখেছেন হানিফ বাংলাদেশী।

ইতোমধ্যে তিনি ১২ দিন হেঁটে আজ কাঁচপুরে পৌঁছেছেন। আগামীকাল তিনি পুনরায় এখান থেকে তেঁতুলিয়ার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করবেন।

উল্লেখ্য, গত ১৪ মার্চ ২০১৯ইং বৃহস্পতিবার সকাল ১০ টায় কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা থেকে ভোটাধিকার প্রতিষ্ঠায় নির্বাচনকালীন দলনিরপেক্ষ সরকার এবং নির্বিঘ্ন ভোটের পরিবেশ সৃষ্টির দাবিতে ‘টেকনাফ থেকে তেঁতুলিয়া’ একক পদযাত্রা শুরু কংরেন হানিফ বাংলাদেশী। পথে পথে তিনি মানুষের সাথে কথা বলছেন এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার দাবি সংবলিত লিফলেট বিতরণ করছেন।

Exit mobile version