Site icon Jamuna Television

মহাসড়কে দুর্ঘটনায় দুই স্কুলছাত্রী নিহত, প্রতিবাদে অবরোধ

কুমিল্লা ব্যুরো
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ ও চান্দিনা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই স্কুল ছাত্রী নিহত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনা খাদে পড়ে ঘটনাস্থলেই রিনা সাহা নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও ৫ জন। আহতরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার্ধীন রয়েছে। রিনা সাহা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া গ্রামের লবু সাহার মেয়ে। সেই বিজয়পুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

সদর দক্ষিণ থানার ওসি মিজানুর রহমান জানান, স্বাধীনতা দিবসকে ঘিরে সকালে বাড়ি থেকে লেগুনায় যোগে স্কুল যাচ্ছিলেন রিনা সাহা। মোস্তফাপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনা খাদে পড়ে ঘটনাস্থলেই ওই ছাত্রী নিহত হয়।

এদিকে, মঙ্গলবার সকাল ৯টায় চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকায় গ্যাসবাহী ট্রাকের চাপায় মাহমুদা আক্তার ইয়াসমিন নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। মাহমুদা চান্দিনা উপজেলার নাজিরপুর গ্রামের মনির হোসেনের মেয়ে। সেই কুটুম্বপুর হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী। এ ঘটনাকে কেন্দ্র করে কুটুম্বপুর স্কুলের শিক্ষার্থী বিক্ষিপ্ত হয়ে উঠে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে ১ ঘণ্টা যাবত সড়ক অবরোধ করে রাখে।

চান্দিনা থানার ওসি আবুল ফয়সল জানায়, স্বাধীনতা দিবসের প্রোগ্রাম শেষে বাড়ি ফেরার পথে একটি গ্যাসবাহী ট্রাক চাপা দেয় ঘটনাস্থলে ওই ছাত্রী নিহত হয়। তারপর তারা সড়ক অবরোধ করে। আমরা ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদেরকে বুঝিয়ে সড়ক মুক্ত করেছি।

টিবিজেড/

Exit mobile version