Site icon Jamuna Television

শ্রদ্ধা নিবেদনের সময় কুষ্টিয়া জেলা বিএনপি’র সভাপতিসহ ১০ জন আটক

স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সময় কুষ্টিয়া কালেক্টরেট চত্বর থেকে জেলা বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১১টার দিকে কালেক্টরেট চত্বরে শহীদ স্মৃতিসম্ভবে শ্রদ্ধা জানাতে যায় বিএনপি নেতাকর্মীরা। ফুল দেয়া শেষে বক্তব্য রাখছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন। এসময় জেলা পুলিশের একটি বিশেষ টিম জেলা বিএনপি সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিনসহ ১০ নেতাকর্মীকে আটক করে কুষ্টিয়া মডেল থানায় নিয়ে যায়। আটকের বিষয়টি নিশ্চিত করলেও কারণ সম্পর্কে কিছু জানায়নি পুলিশ।

টিবিজেড/

Exit mobile version