Site icon Jamuna Television

স্বাধীনতা দিবসে মুক্ত হলো বিপন্ন বন্যপ্রাণি

মৌলভীবাজার প্রতিনিধি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনের উদ্যোগে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে বিপন্ন ১১টি বন্যপ্রাণি অবমুক্ত করা হয়েছে ।
মঙ্গলবার সকালে লাউয়াছড়া জাতীয় উদ্যানের আমতলী নামক স্থানে বন্যপ্রাণিগুলো অবমুক্ত করা হয়। এরমধ্যে ছিলো ৩টি অজগর সাপ, ১টি মেছো বাঘ, ১টি বন বিড়াল, ১টি গন্ধ গোকুল, ১টি তক্ষক, ২টি সরালি হাঁস, ২টি বেগুনী কালেম পাখি। অবমুক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রাণি অবমুক্ত করেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মো. জোবায়ের হাসনাৎ পিএসসি। এছাড়াও ছিলেন ৪৬ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মো. আরিফুল হক, সহকারী বন সংরক্ষক (বন্যপ্রাণি) মো. আনিসুর রহমান, সহকারী বন সংরক্ষক জিএম আবু বকর সিদ্দিক, বাংলাদেশ বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব।

এসময় লাউয়াছড়ায় একটি বটবৃক্ষের চারা রোপন করেন অতিথিরা।

বাংলাদেশ বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব বলেন, অবমুক্ত করা প্রাণিগুলো বিভিন্ন সময় মৌলভীবাজারের লোকালয়ে মানুষের হাতে ধরা পড়েছিলো। আহত অবস্থায় উদ্ধার করে সুস্থ করে তাদের আবাসস্থলে অবমুক্ত করা হয়।

টিবেজেড/

Exit mobile version