Site icon Jamuna Television

ঝড়ের সময় গাছের ডাল মাথায় পড়ে স্কুলছাত্র নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙ্গে মাথায় পড়ে ছুমির উদ্দিন নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তিনি এ্যাব্লুম কিন্ডার গার্টেনের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের মহর আলীর সন্তান।

পুলিশ ও পরিবারের লোকজন জানায়, সকাল সাড়ে ১১টায় ছুমির স্কুল থেকে বাড়ি ফেরার পথে কুড়ার পাড় নামক স্থানে পৌঁছলে কাল বৈশাখী ঝড় শুরু হয়। এসময় ঝড়ে একটি শুকনো গাছের ডাল তার মাথায় উপর ভেঙ্গে পড়ে মারাত্মক আহত হয়। পরে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত্যু ঘোষণা করে।

অপরদিকে স্বাধীনতা দিবসে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠান চলার সময় ঝড়ে প্যান্ডেলের বাঁশ মাথায় পড়ে আল-আমিন নামের এক যুবক আহত হয়।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির নিহত ও আহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

টিবিজেড/

Exit mobile version