Site icon Jamuna Television

রাতে ঢাকা ও আশপাশের এলাকায় কালবৈশাখী ঝড় হতে পারে: আবহওয়া অফিস

রাজধানীর ডেমরায় ঝড়ো হাওয়ায় নির্মাণাধীন ভবন থেকে মাথায় কাঠ পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। সন্ধ্যার আগেই আকাশ কালো করে অন্ধকার নেমে আসে। এসময় ঝড়ো হাওয়া বয়ে যায়।

রাজধানীর বাইরে উত্তরাঞ্চলে ঝড়ো হাওয়া ও বৃষ্টি হয়েছে। হঠাৎ ঝড়ো বৃষ্টিতে জীবনযাত্রা বিঘ্নিত হয়েছে।

এদিকে আবহওয়া অধিদফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের অনেক স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি-বজ্রবৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ৯টার পর রাজধানী ঢাকাসহ এর আশেপাশে কালবৈশাখী ঝড়ের কারণে বৃষ্টিপাত হতে পারে। বাতাসের তীব্রতা হতে পারে ঘন্টায় ৪০ কিমি।

যমুনা অনলাইন/কিউএস

Exit mobile version