Site icon Jamuna Television

উত্তরায় শিশু গৃহকর্মীকে হত্যার অভিযোগ, লাশ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি বাসা থেকে এক শিশু গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। লাশ উদ্ধারের পর ওই বাড়ির সামনে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

পুলিশ বলছে, আজ মঙ্গলবার সকালে শিশুটি মারা গেছে। খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে দুপুরে।

উত্তরা ৩ নম্বর সেক্টরের ১৮ নম্বরের সড়কের ৫ নম্বর ভবনের ছয়তলার বাসা থেকে বৈশাখী নামের ১২ বছরের শিশুটির লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রিফাত ফেরদৌস নামে একজনের বাসায় কাজ করত মেয়েটি। ওই বাসায় এক শিশু সন্তান ও স্ত্রীকে নিয়ে থাকেন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করা রিফাত।

রিফাত পুলিশকে খবর দিলে বাসায় গিয়ে একটি কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢুকে জানালায় ঝুলন্ত অবস্থায় বৈশাখীর লাশ পাওয়া যায়। তবে স্থানীয়রা মনে করছেন, নির্যাতন করে মেয়েটিকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ কারণে তারা জড়ো হয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ করেছেন। এক পর্যায়ে পুলিশ লাঠি চার্জ করে স্থানীয়দের ছত্রভঙ্গ করে দেয়।

যমুনা অনলাইন/কিউএস

Exit mobile version