Site icon Jamuna Television

রাঙামাটিতে সাতজনকে হত্যা: প্রকৃত অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে

রাঙ্গামাটির বাঘাইছড়িতে সাতজনকে হত্যার ঘটনায় প্রকৃত অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে। এ তথ্য জানিয়েছেন চট্টগ্রামের জিওসি মেজর জেনারেল মতিউর রহমান। আজ দুপুরে ঘটনাস্থল নয়মাইল এলাকা পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।

এসময় তিনি আরো বলেন, হত্যাকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। এদিকে এক প্রশ্নের জবাবে বিভাগীয় কমিশনার বলেন, সাধারণ মানুষকে জিম্মি করে পাহাড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করবে না প্রশাসন।

গেল সোমবার নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফেরার পথে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে সহকারী প্রিজাইডিং অফিসারসহ নিহত হয় সাতজন।

Exit mobile version