Site icon Jamuna Television

ভারতের হাতে এখন অ্যান্টি-স্যাটেলাইট মিসাইল: মোদি

লোকসভা নির্বাচনের আগে বুধবার জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, মহাকাশে অন্যতম শক্তিশালী দেশ আমেরিকা, রাশিয়া ও চীনের পর চতুর্থ দেশ হিসাবে আজ আত্মপ্রকাশ করছে ভারত।

বুধবার দুপুরে দেয়া ওই ভাষণে মোদি জানান, কিছুক্ষণ আগেই অ্যান্টি-স্যাটেলাইট মিসাইল (এ-স্যাট) দিয়ে ভারত লো-আর্থ অরবিট (এলইও)-এ থাকা একটি গুরুত্বহীন কৃত্রিম উপগ্রহকে ধ্বংস করেছে।

মাত্র ৩ মিনিটের মধ্যেই এ অপারেশন সম্পন্ন হয়েছে। মিশন শক্তি নামের ওই অপারেশনের সাফল্যের জন্য ডিআরডিওর বিজ্ঞানীদের অভিনন্দন জানান তিনি।

বেলা সাড়ে ১২টার দিকে জাতির উদ্দেশে নিজের ভাষণ শুরু করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারত আজ মহাকাশে অন্যতম শক্তি। মহাকাশে ভারত এখন চতুর্থ শক্তি।

ডিআরডিও বিজ্ঞানীরা অ্যান্টি-স্যাটেলাইট মিসাইল দিয়ে কক্ষপথের নিম্নস্তরে থাকা অকার্যকর কৃত্রিম উপগ্রহকে ধ্বংস করেছেন। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের কাছে এতদিন এই প্রযুক্তি ছিল।

দেশের ১৩০ কোটি মানুষের নিরাপত্তার জন্যই ভারতের এই মহাকাশ অপারেশন বলে ভাষণে উল্লেখ করেন মোদি।

Exit mobile version