Site icon Jamuna Television

রাজধানীতে ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় ছাত্র খুন

রাজধানীর বাড্ডা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন। নিহতের নাম মো. নাসিম (২৩)। তিনি মানারাত বিশ্ববিদ্যালয়ের এমবিএর ছাত্র ছিলেন। আজ সোমবার মধ্য বাড্ডায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, সকালে বাড্ডা এলাকায় নাসিমকে কয়েকজন দুর্বৃত্ত মিলে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নেয়া হয়। সকাল সাড়ে ১০টার দিকে নাসিমকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তার পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। নাসিমের বাবার নাম সাইফুল ইসলাম।

Exit mobile version