Site icon Jamuna Television

চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২৫ জন।

দোহাজারী হাইওয়ে পুলিশ জানায়, গতকাল মধ্যরাতে লোহাগাড়ার চুনতীর জাইল্লার টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের সবাই মাইক্রোবাসের যাত্রী। এদের মধ্যে এক শিশু, দুই নারী বাকি পাঁচজন পুরুষ। মাইক্রোবাসের আরও তিন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় বাসেরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

রাতে রিল্যাক্স পরিবহনের একটি নৈশকোচ কক্সবাজার যাবার পথে চুনতীর জাইল্লার টেক এলাকায় চট্টগ্রামমুখী মাইক্রোবাসের সাথে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

যমুনা অনলাইন/ইএ

Exit mobile version