Site icon Jamuna Television

সিয়াটলে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় নিহত ২

যুক্তরাষ্ট্রের সিয়াটলে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় অন্তত ২ জন নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবার দুপুরে এ হামলার গুলিবিদ্ধ হয়েছে আরও চার জন।

স্থানীয় বিভিন্ন গণমাধ্যম বলছে, ওয়াশিংটনের আবাসিক এলাকাটিতে পথচারীদের ওপর এলোপাতাড়ি গুলি চালায় বন্দুকধারী। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এর মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ হামলার সাথে জড়িত সন্দেহে একজনকে আটকের তথ্য নিশ্চিত করেছে গণমাধ্যম। হামলার পরপরই এলাকাটি ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আশপাশের বাসিন্দাদের নিরাপদে চলাচলের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

টিবিজেড/

Exit mobile version