Site icon Jamuna Television

তুরাগ নদ তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে আজও অভিযান

তুরাগ নদের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে আজও অভিযান চালাচ্ছৈ বিআইডাব্লিউটিএ। আজ ২য় পর্যায়ের অভিযানের শেষ দিনের অভিযান পরিচালনা করছে বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষ।

সকালে মিরপুরের দিয়াবাড়ি এলাকা থেকে অভিযান শুরু করে কর্তৃপক্ষ। আজ বিআইডাব্লিউটিএ ২য় পর্যায়ে ২৪তম দিনের মত অভিযান চালাচ্ছে। আজ সিমলিটেক স্টেশন থেকে আশুলিয়ার দিকে তুরাগ নদের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। তুরাগ তীরের দুইপাশে বালুর গতি অপসারণ করা হচ্ছে।

কর্তৃপক্ষ বলেন, যেহেতু বালু ফেলে নদের দুইধার দখল করা হয় তাই এসব বালু অপসারণ করা হচ্ছে।

টিবিজেড/

Exit mobile version