Site icon Jamuna Television

বাস খাদে পড়ে নিহত ৮ আহত অর্ধশত

মাদারীপুরের চন্দ্রঘোনা পাড়ায় একটি বাস খাদে পড়ে অন্তত ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশত যাত্রী। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

সামাজিক মাধ্যমে স্থানীয় একজনের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, বাসটি উল্টে সড়কের পাশের একটি গভীর খাদে পড়ে আছে। খাদের পানিতে বাসের একাংশ ডুবে গেছে।

আহতদের মধ্যে অনেকে অবস্থা গুরুতর বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে। বাসটি চন্দ্রপড়া ওরশ থেকে ফেরার পথে একটি ট্রাকের ধাক্কায় খাদে পড়ে যায়। ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছেছেন।

যমুনা অনলাইন/কিউএস

Exit mobile version