Site icon Jamuna Television

দেশের গণতন্ত্র হরণ করেছে আওয়ামী লীগ: নজরুল ইসলাম খান

দেশের গণতন্ত্র হরণ করেছে আওয়ামী লীগ; এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তবে জিয়াউর রহমান ও খালেদা জিয়া গণতন্ত্রের পুনপ্রতিষ্ঠাকারী বলে দাবি করেছেন তিনি। আর গণতন্ত্র অর্জনের জন্য সকল কাজই করেছে বিএনপি। হত্যাকারী নয় বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

দুপুরে প্রেসক্লাবে কৃষকদলের এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।

এমসয় বাকশাল নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, বাকশালের মাধ্যমে দেশের কবর রচনা করছেন। তিনি আরও অভিযোগ করে বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই খারাপ তার উন্নত চিকিৎসার ব্যবস্থা না করে বরং তাকে অন্য কারাগারে পাঠানোর চেষ্টা করছে সরকার। অবিলম্বে খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানান তিনি।

Exit mobile version