রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডে এফআর টাওয়ারে ভয়াবহ আগুন লেগেছে। এ ঘটনায় ওই ভবনের পাশের ভবনে অবস্থিত রেডিও টুডের সম্প্রচার সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে রেডিও টুডে কর্তৃপক্ষ। এর আগে পাশের বিল্ডিংয়ে অবস্থিত দুরন্ত টিভির সম্প্রচার সাময়িকভাবে বন্ধ করা হয়।
রেডিও টুডের ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ‘রেডিও টুডে’র নিয়মিত অনুষ্ঠান সম্প্রচারে আমরা অপারগ! বনানীর এফ আর টাওয়ারের অগ্নিকাণ্ডে আমরাও আক্রান্ত! রেডিও টুডেতে কর্মরত সকলে নিরাপদে আছে, আলহামদুলিল্লাহ। অবস্থার উন্নতি হলে আমরা আমাদের নিয়মিত সম্প্রচারে ফিরে আসবো।
আমাদের সাথেই থাকুন।
বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে এফআর টাওয়ারের ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে এ আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে।

