Site icon Jamuna Television

‘মা, মিনা মিলন আপু ফাহিম ভাই সবাই আমারে মাফ করে দিস’

রাজধানীর বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটকেপড়া অবস্থায় আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন হাসনাইন আহমেদ রিপন নামে এক যুবক।

বৃহস্পতিবার নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি স্ট্যাটাসে লেখেন, ‘মা, মিনা মিলন আপু ফাহিম ভাই সবাই আমারে মাফ করে দিস’।

ইতিমধ্যে তার দেয়া এ স্ট্যাটাসটি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। রিপনের এ স্ট্যাটাসে এ পর্যন্ত প্রায় তিন হাজার মন্তব্য করেছে। এছাড়া শেয়ার করেছেন প্রায় সাড়ে চার হাজার আর লাইক দিয়েছেন প্রায় ১১ হাজার ফেসবুক ব্যবহারকারী।

দুপুরে আগুন লাগার পর ধোঁয়াভর্তি ঘরের মধ্যে সেলফি তুলেন রিপন। তিনি ওই ভবনের ১৪তলায় ছিলেন বলে জানান। তিনি ডিআরআইডি গ্রুপের ফিন্যান্সের এক্সিকিউটিভ বলে জানা গেছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে বনানীর এফআর টাওয়ারের ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে এ আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। এ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৭ জন নিহত ও বহু হতাহতের কথা জানা গেছে।

Exit mobile version