Site icon Jamuna Television

ক্রিকেট নিয়ে জুয়ায় বাধা দেয়ায় খুন হন নাসিম

রাজধানীর মধ্য বাড্ডায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নাসিম আহমেদ নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নাসিম মানারাত বিশ্ববিদ্যালয়ের বিবিএ ২য় বর্ষের ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৯টার দিকে বাড্ডা এলাকায় নাসিমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় এক যুবক। পরে গুরুতর আহত অবস্থায় তাকে নেয়া হয় ঢাকা মেডিকেলে। সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের অভিযোগ, ক্রিকেট নিয়ে জুয়া খেলার প্রতিবাদ করায় গতকাল বিকালে নাসিমের সাথে রমজান নামে এক যুবকের বিরোধ হয়। বিষয়টি স্থানীয় পর্যায়ে বিকালে মিমাংসা হওয়ার কথা ছিল। এর আগেই সকালে নাসিমকে একা পেয়ে রমজান ছুরিকাঘাতে করে। বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর খেলা চলছে।

Exit mobile version