Site icon Jamuna Television

যুদ্ধের উস্কানি দিচ্ছে ইরান: সৌদির অভিযোগ

সৌদি আরব তার চিরপ্রতিদ্বন্দ্বী ইরানের বিরুদ্ধে ‘যুদ্ধের উস্কানি’র অভিযোগ তুলেছে। গত শনিবার সৌদি রাজধানী রিয়াদের বিমানবন্দরে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পেছনে তেহরান হাত রয়েছে বলেও দাবি করেছে দেশটির সরকার।

সৌদি আরব বলছে, নিক্ষিপ্ত ক্ষেপনাস্ত্রের সাথে ইরানের সম্পৃক্ততার প্রমাণ আছে তাদের হাতে।

আজ সোমবার সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ-তে প্রকাশিত সরকারি এক বিবৃতিতে বলা হয়, ইরানের মদদপুষ্ট হুতিদের নির্লজ্জ সামরিক আগ্রাসনের নিন্দা জানাচ্ছে রিয়াদ। এছাড়া বিবৃতিতে দাবি করা হয়, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের পরীক্ষা নিরীক্ষা শেষে সেগুলো ইরানে তৈরি হওয়ার প্রমাণ পাওয়া গেছে।

সৌদি সরকার বলেছে, হুতিদেরকে অস্ত্র দিয়ে ইরান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত লংঘন করেছে।

গত শনিবার রাতে রিয়াদ বিমানবন্দরের কাছে ইয়েমেন সীমান্ত থেকে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করে সৌদি সেনাবাহিনী। হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ঘটনাকে নিজেদের বিজয় বলে ঘোষণা দেয়।

Exit mobile version