Site icon Jamuna Television

নিষিদ্ধ হলেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা হুয়ান গুয়াইদো

১৫ বছরের জন্য রাজনীতিতে নিষিদ্ধ হলেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা হুয়ান গুয়াইদো। বৃহস্পতিবার ভেনেজুয়েলার জাতীয় অর্থ নিয়ন্ত্রক বিভাগ এই ঘোষণা দেয়।

কম্পট্রোলার এলভিস আমারোসো জানান, গুয়াইদোর ব্যক্তিগত আর্থিক তথ্যের মধ্যে অসঙ্গতি পাওয়া গেছে। এর ফলে, জাতীয় পরিষদের চলমান মেয়াদ শেষ হলে, তিনি আর নির্বাচন করতে পারবেন না। যদিও, সব অভিযোগ অস্বীকার করেছেন গুয়াইদো।

গুয়াইদো বলেন, আমাকে অপসারণের বৈধ অধিকার রয়েছে শুধুমাত্র পার্লামেন্টের। এর আগে গেলো সপ্তাহেই তার চিফ অব স্টাফ’কে রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেফতার করা হয়। তার বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ বিদেশি অর্থ এবং অস্ত্র।

এর আগে জানুয়ারিতে নিজেকে ভেনেজুয়েলার স্বঘোষিত প্রেসিডেন্ট ঘোষণা করেন হুয়ান গুয়াইদো। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্তত ৫০টি দেশ তাকে সমর্থন জানায়।

যমুনা অনলাইন: আরএম

Exit mobile version