Site icon Jamuna Television

বনানী অগ্নিকাণ্ড: এগিয়ে এসেছিল সবাই

বনানীর এই নারকীয় অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস, সেনা-নৌ ও বিমান বাহিনীর সাথে সাধারণ মানুষও কাধে কাধ নেমে পড়েছিল আগুণ নিয়ন্ত্রণে আর হতাহতদের উদ্ধার কাজে। সেরকম কিছু মুহুর্তের কথা বলে এই ছবিগুলো।

উপরে কি ঘটছে তখন- জানেন না কিছুই, তবু কাধে দায়িত্ব তুলে নেবার মতো করে তুলে নিলেন পানির পাইপ।

সাধ্যের সবটুকু শক্তি দিয়ে পাইপের লিকেজ চেপে ধরার আপ্রাণ চেষ্টা ছিল ছোট্ট এই শিশুটিরও

উদ্ধারকর্মীদের জন্য নিজের সাধ্য মতো কিছু খাদ্য সহায়তা নিয়ে পাশে দাড়িয়েছিলেন এই তরুণী

পানি সরবরাহ নির্বিঘ্ন করতে নিজের সাধ্যের সবটুকু দিয়ে সহায়তা করছেন তারা

লিকেজ বন্ধ করে তা রক্ষা করার চেষ্টা

ফায়ার সার্ভিস, এ্যাম্বুলেন্স আর জরুরী গাড়ির জন্য ইমার্জেন্সি লেইন তৈরী করে দিচেছন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

 

যমুনা অনলাইন/ইএ

Exit mobile version