Site icon Jamuna Television

আরেক সৌদি রাজপুত্রের অপমৃত্যু

সৌদি রাজপুত্র মানসুর বিন মুকরিনের মৃত্যুর এক দিন পার না হতেই নিহত হলেন আরেক রাজপুত্র। সৌদি গণমাধ্যমর দাবি, গ্রেফ্তার এড়াতে নিহত হয়েছেন সাবেক বাদশাহ ফাহাদের পুত্র আবদুল আজিজ।

রাজ পরিবারের বিবৃতিতে রাজপুত্রের মৃত্যুতে শোক জানানোর ঘোষণা এলেও, মৃত্যুর কারণ নিশ্চিত করা হয়নি। তবে, অসমর্থিত সূত্রের বরাত দিয়ে বলা হয়, রোববার গ্রেফতার এড়াতে গোলাগুলিতে প্রাণ যায় ৪৪ বছর বয়সী রাজপুত্রের। আবদুল আজিজ লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি ও সাদ হারিরির ব্যবসায়িক অংশীদার ছিলেন।এর আগে একই দিনে ব্যক্তিগত হেলিকপ্টার বিধ্বস্ত হলে, প্রাণ হারান সাবেক যুবরাজ মুকরিন বিন আবদুল আজিজের ছেলে মানসুর বিন মুকরিন। তবে এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে। ওই দুর্ঘটনায় প্রাণ যায় আরো ৭ জনের।

Exit mobile version