Site icon Jamuna Television

এটা দুর্ঘটনা নয় হত্যাকাণ্ড : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী

এটা দুর্ঘটনা নয় হত্যাকাণ্ড, অতীতের মতো ছাড় নয় কঠিন ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম।

বলেন, অনুমোদিত নকশার বাইরে যেসব ভবন তৈরী করা হয়েছে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়া হবে। শুক্রবার সকালে বনানীর এফ আর টাওয়ারের দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন বলেন, ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে। অনুমোদিত নকশার বাইরে যে সকল ভবন তৈরী করা হয়েছে সেগুলোর জন্য কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে। কমিটির প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা না হলে তাদের বিরূদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।

Exit mobile version