Site icon Jamuna Television

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সঞ্জয় দত্ত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের সঙ্গে বাংলাদেশের স্বাধীনতার পর সফরে আসা ভারতীয় সাংস্কৃতিক প্রতিনিধিদলের বেশ কিছু দুর্লভ আলোকচিত্র হস্তান্তর করেন।

প্রেস সচিব বলেন, স্বাধীনতার পর বাংলাদেশে আসা সেই প্রতিনিধিদলে অন্যদের মধ্যে কিংবদন্তি সংগীতশিল্পী লতা ‍মুঙ্গেশকার, সঞ্জয় দত্তের বাবা প্রখ্যাত অভিনেতা ও রাজনীতিবিদ সুনীল দত্ত, বিশিষ্ট অভিনেত্রী ওয়াহিদা রেহমান এবং সঞ্জয় দত্ত নিজেও ছিলেন।

যমুনা অনলাইন/ইএ

Exit mobile version