Site icon Jamuna Television

দুরন্ত টিভির সম্প্রচার আবার শুরু

বনানীর এফ আর টাওয়ারে আগুন লাগার কারণে সাময়িকভাবে বন্ধ থাকা দুরন্ত টিভির সম্প্রচার পুনরায় চালু করা হয়েছে। আজ বিকাল থেকে টেলিভিশন চ্যানেলটি দেখতে পাচ্ছেন দর্শকরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুরন্ত টিভির ভেরিফায়েড পেইজে স্ট্যাটাস দিয়ে এ তথ্য নিশ্চিত করে কর্তৃপক্ষ।

স্ট্যাটাসে বলা হয়, সাময়িক ভাবে বন্ধ থাকার পরে দুরন্ত টিভি’র সম্প্রচার আবার শুরু হয়েছে। বনানী অগ্নিকাণ্ডের কারণে সম্প্রচার বন্ধ রাখার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে এফ আর টাওয়ারে আগুন লাগে। ২১ তলা ভবনটির ৯ তলায় আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় ২৫জন নিহত হন। এফ আর টাওয়ারের পাশের আহমেদ টাওয়ারে দুরন্ত টেলিভিশনের কার্যালয়।

Exit mobile version