Site icon Jamuna Television

রাজধানীতে আবারও আগুন

রাজধানীর গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটের পাশের কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট।

শনিবার সকাল সাড়ে ৫টায় কাঁচাবাজারের ভেতর থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুন এখনো কাঁচাবাজারের মধ্যে সীমাবদ্ধ আছে। তবে পাশের ডিএনসিসি মার্কেটে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল বাহিনীর কর্মীরা। তাদের সাথে একাত্ম হয়ে কাজ করছে সেনাবাহিনী। উৎসুক মানুষের জটলার কারণে যাতে কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি না হয় সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী সেখানে অবস্থান নিয়েছে। ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে, আগুন দ্রুত নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। আগুন এখনো কাঁচাবাজারের মধ্যে থাকায় দ্রুত নিয়ন্ত্রণে আনার ব্যাপারে আশাবাদী তারা। \

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version