Site icon Jamuna Television

কাল থেকে টানা ১৫ দিন রাজধানীর বহুতল ভবনে অভিযান: শ ম রেজাউল করিম

আগামীকাল থেকে টানা ১৫ দিন পর্যন্ত রাজধানী বহুতল ভবন গুলোতে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। সকালে ডিএনসিসি মার্কেটের কাঁচা বাজারে আগুন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, অভিযানের সময় অগ্নিনির্বাপক ব্যবস্থা, দ্রুত নামার সিড়ি ও বিল্ডিং কোড মেনে যারা ভবন নির্মাণ করেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শ ম রেজাউল করিম বলেন, কথার কথা না, আমরা কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছি। মানব সৃষ্ট ঘটনার কারণে কারো মৃত্যু হয় তাহলে এটাকে আমরা অবহেলাজনিত হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করবো।

এর আগে আজ শনিবার ভোরে আগুনের সূত্রপাত হয়। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সকাল ৮ পরে আগুন নিয়ন্ত্রণে আসে। গত বছরের ২ জানুয়ারি একই জায়গায় আগুন লেগেছিল।

টিবিজেড/

Exit mobile version