Site icon Jamuna Television

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

কক্সবাজারের টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে মুহাম্মদ হোসেন নামে একব্যক্তি নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত ব্যক্তি ইয়াবা কারবারি।

পুলিশের ভাষ্য, ভোরে হাবিরছড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এসময়, পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে ইয়াবা ব্যবসায়ীরা। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়। দু’পক্ষের চলা গোলাগুলির একপর্যায়ে ঘটনাস্থলে নিহত হয় মুহাম্মদ। ঘটনাস্থল থেকে ৩টি দেশীয় বন্দুক, ২ হাজার পিস ইয়াবা উদ্ধারের দাবি পুলিশের। নিহত মুহাম্মদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

টিবিজেড/

Exit mobile version