Site icon Jamuna Television

আগুনের ভয়াবহতা রোধে রাজধানীবাসীকেই উদ্যোগ নিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগুনের ভয়াবহতা রোধে রাজধানীবাসীকেই উদ্যোগী হবার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।প্রাথমিকভাবে ব্যবস্থা নেয়া গেলেই অগ্নিকাণ্ডের ভয়বহতা কমানো সম্ভব বলেও দাবি করেন তিনি।

সকালে রাজধানীর তেজগাও এ আর্দশ স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। ৱ

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,গুলশান দুই বছর আগে অগ্নিকাণ্ড হলেও গুলশানের ডিসিসি মার্কেটে ফায়ার সার্ভিসের সুপারিশ মানা হয় নি। বিল্ডিং কোড মানা হয়নি এফ আর টাওয়ারের ক্ষেত্রে। দুই ঘটনারই তদন্ত রিপোর্ট পাবার পর প্রকৃত দোষীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। ফায়ার সার্ভিসকে আধুনিক করতে প্রতিনিয়তই পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

টিবিজেড/

Exit mobile version