Site icon Jamuna Television

এবার গুলশানে ডেল্টা লাইফ ভবনে আগুন, প্রাথমিক চেষ্টায় নিয়ন্ত্রণে

এবার গুলশান-২ এর ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেল পৌনে চারটার দিকে এ ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে।

ডিউটি অফিসার আরও জানান, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ভবনে পাঁচ তলায় আগুন লাগে।

গত তিন দিনে গুলশান ও বনানীতে বড় দুটি অগ্নিকাণ্ড ঘটে। বনানীর এফ আর টাওয়ারে গত বৃহস্পতিবার আগুনে পড়ু মারা যান ২৫ জন। আর গুলশান ডিএনসিসি মার্কেটে আগুনে বেশ কিছু দোকান পুড়ে গেছে। দুই বছর আগে একই মার্কেটে ভয়াবহ আগুনে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছিল।

টিবিজেড/

Exit mobile version