Site icon Jamuna Television

পশ্চিমবঙ্গে বহুতল ভবনের রেস্তোরাঁয় আগুন

ভারতের পশ্চিমবঙ্গে শেক্সপিয়র সরণির বহুতল ভবনের একটি রেস্তোরাঁয় আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার স্থানীয় সময় সকাল ৭ টায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

সকাল ৯ টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে চারিদিক। কালো ধোঁয়ায় গোটা এলাকায় অন্ধকার হয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরে বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, রেস্তোরাঁর কর্মীরাই প্রথমে আগুন দেখতে পান। নিরাপত্তারক্ষীদের খবর দেয়া হয়। পরে শেক্সপিয়র সরণি থানার পুলিশও ঘটনাস্থলে হাজির হয়।

খবরে বলা হয়, ওই রেস্তোরাঁর পাশে অন্য রেস্তোরাঁতেও আগুন ছড়িয়ে পড়েছে। ভবনটিতে কাপড়ের দোকান ও বেশ কয়েকটি রেস্তোরাঁ রয়েছে বলে জানা গেছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

Exit mobile version