Site icon Jamuna Television

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই বনানীর এফআর টাওয়ারে আগুনের সূত্রপাত

অষ্টম তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই বনানীর এফ আর টাওয়ারে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। প্রত্যক্ষদর্শী ও প্রাণে বেঁচে ফিরে আসা ব্যক্তিদের কাছ থেকে এমন তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান মো. ফয়জুর রহমান।

এর আগে সকাল দশটায় বেঁচে ফিরে আসা ব্যক্তি ও প্রত্যক্ষদর্শীরা গণশুনানিতে অংশ নিয়ে নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন। চব্বিশ জনের কাছ থেকে ঘটনার নানাদিক, চ্যালেঞ্জ ও ভবিষ্যতে করণীয়ের বিষয়ে জানতে চায় তদন্ত কমিটি। এসব তথ্যের উপর ভিত্তি করে আগামী তিন এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়।

 

Exit mobile version