Site icon Jamuna Television

‘এটা যুদ্ধাপরাধীদের শাস্তি শিথিলের পায়তারা’

আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে রিভিউ এর চিন্তা যুদ্ধাপরাধীদের শাস্তি শিথিলের পায়তারা বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আজ মঙ্গলবার দুপুরে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মাহবুবে আলম বলেন, এমন রিভিউ করার পেছনে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির কিছু ব্যক্তি বিশেষ দলের দ্বারা প্রভাবিত হয়েছেন।

একটি হত্যা মামলা যাবজ্জীবন কারাদণ্ড মানে ‘আমৃত্যু কারাবাস’ জানিয়ে আপিল বিভাগ যে রায় দিয়েছিল, তা ‘অসামঞ্জস্যপূর্ণ’ দাবি করে রিভিউ আবেদন করেছিলেন খন্দকার মাহবুব হোসেন। তারই প্রেক্ষিতে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল।

Exit mobile version