Site icon Jamuna Television

ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধবিমান মিগ-২৭ বিধ্বস্ত

ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-২৭ যুদ্ধবিমান রাজস্থানে বিধ্বস্ত হয়েছে। পাইলট অক্ষত রয়েছেন। রোববার সকালে রাজস্থানের সিরোহী নামক এলাকায় ভারতীয় বিমানবাহিনীর মিগ-২৭ মডেলের যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। খবর বার্তা সংস্থা এএনআই এর।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিমান বাহিনীর ‘রুটিন মিশনে’মিগ-২৭ ইউপিজি বিমানটি রাজস্থানের যোধপুর থেকে উড্ডয়ন করে।

এর পর যোধপুর থেকে প্রায় ১৮০ কিলোমিটার দূরে সিরোহীর শেওগঞ্জের কাছে গোদানাতে বিমানটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হবার পূর্বে পাইলট বিমানটির চালকআসন থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে সক্ষম হন।

গত শতাব্দীর শেষ দিকে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে ভূমিতে হামলা চালাতে সক্ষম এই যুদ্ধবিমানগুলো কিনেছিল ভারত।

১৯৯৯ সালের কারগিল যুদ্ধে পার্বত্য লক্ষ্যস্থলগুলোতে হামলা চালাতে এসব বিমান ব্যবহার করেছিল ভারতীয় বিমান বাহিনী।

Exit mobile version